৪৩তম বিসিএসের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বিএনপি
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে করা নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ (১৭ অক্টোবর)।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্তর্বর্তী সরকার যাতে কোনোভাবেই প্রশ্নের মুখে না পড়ে সেজন্য প্রশাসনে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে বিএনপি।
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ও নির্ধারিত ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছে দলটি।
এ সময় মেধাবী ও যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে করা নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই।”
No comments:
Post a Comment